আর্সেনালের ড্র, শিরোপা উৎসবের অপেক্ষায় লিভারপুল

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

আর্সেনালের হোঁচট লিভারপুলকে আরও কাছ নিয়ে এলো শিরোপার উৎসবে। এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুইবার এগিয়েও জয় ধরে রাখতে পারেনি গানাররা। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় তাদের। ফলে আর মাত্র এক পয়েন্ট পেলেই রেকর্ড ছোঁয়া প্রিমিয়ার লিগ ট্রফি উঠবে লিভারপুলের হাতে।

লিভারপুল ভক্তদের চোখ ছিল এই ম্যাচে। আর্সেনাল হেরে গেলে আগেই শিরোপা নিশ্চিত হয়ে যেত অলরেডদের। যদিও তা হয়নি, তবে প্যালেসের দাপটে লিগের শিরোপা লিভারপুলের একদম নাগালের মধ্যে এসে গেছে।

৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। হাতে আছে আরও পাঁচটি ম্যাচ। কিন্তু লিভারপুল যদি বাকি সব ম্যাচেই হেরে যায়, তবুও আর্সেনাল তাদের চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েও অলরেডদের টপকে যেতে পারবে না। অর্থাৎ, শিরোপা নিশ্চিত করতে লিভারপুলের প্রয়োজন আর মাত্র এক পয়েন্ট।

ম্যাচের শুরুতে অবশ্য আর্সেনাল আক্রমণাত্মক ছিল। তৃতীয় মিনিটেই জ্যাকব কিউইয়রের গোলে এগিয়ে যায় তারা। আধঘণ্টা হওয়ার আগেই এবেরেচি এজের গোলে সমতা ফেরায় প্যালেস। বিরতির আগে লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলে আবার লিড নেয় স্বাগতিকরা। তবে শেষের দিকে নাটক জমে ওঠে। ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় জ্য ফিলিপ্পে মাতেতা আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।

শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে লিভারপুল, যাদের সামনে এখন শিরোপা উৎসবের জন্য অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। আগামী রোববার টটেনহামের বিপক্ষে মাঠে নামবে তারা, সেখানে হার এড়ালেই ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে আর্নে স্লটের দল।