ফ্যানে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

বরিশাল প্রতিনিধি:

 

বরিশালের বানারীপাড়ায় ফ্যানে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামে নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম চাঁদনী (৩২)। তিনি সন্তানের জননী ও কুয়েতপ্রবাসী আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী। তার মেয়ে মাইশা (১৪) নবম শ্রেণি ও ছেলে আব্দুল্লাহ (৮) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তারা ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের বড় একসাড়াপাড়া গ্রামে নানা বাড়িতে ছিল।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলায় চাঁদনীর নিজ কক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন দরজা খোলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পাশের ভবন থেকে দেখতে পায়, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থা ঝুল ছিল চাঁদনী। পরে স্থানীয়ার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রাতেই ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।