কক্সবাজারে বাঁকখালী নদীর অবৈধ দখল খুব শিগগিরই দখলমুক্ত করা হবে – নৌপরিবহন উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের বাঁকখালী নদীর অবৈধ দখল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব.এম সাখাওয়াত হোসেন বলেন, বাঁকখালী নদীর অবৈধ দখল খুব শিগগিরই দখলমুক্ত করা হবে। এজন্য যাযা করা দরকার সরকার তা করবে।
তিনি আরো বলেন, নদীর সীমানায় অবৈধ দখলদারদের চিহৃিত করে উচ্ছেদ করে দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।
উপদেষ্টা আরো বলেন, নদীবন্দর করার জন্য অবৈধ দখল মুক্ত করতে চাই। এখানে বিল্ডিংও পড়ে থাকলে তা ভেঙেফেলা হবে। আশাকরি দখলদাররা নিজেরা সরে যাবেন।
আজ দুপুরে কক্সবাজার শহর সংলগ্ন বাঁকখালী নদীর দখল হওয়া জমি পরিদর্শনে যান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব.এম সাখাওয়াত হোসেন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান।
এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যত তাড়াতাড়ি ৭/৮ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হবে। য়েখানে আইনী জটিলতা আছে সেখানে সেভাবে মোকাবেলা করা হবে বলে জানান উপদষ্টা।
এসময় পরিবেশ উপদষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেন, কক্সবাজারে অবৈধ দখলে থাকা ১২ হাজার একর বনভূমি বন বিভাগকে বুঝিয়ে দেয়া হবে।