
ক্রীড়া ডেস্ক:
এল ক্ল্যাসিকোর আগে কার্লো আনচেলত্তির কপালে বাড়ল চিন্তার ভাজ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালের আগে চোটে পড়েছেন ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
লা লিগায় বুধবার রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোটে পড়েন রিয়াল মাদ্রিদের এই দুই ফুটবলার।
আলাবাকে ৪৫ মিনিটে তুলে নেন আনচেলত্তি। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন এই অস্ট্রিয়ান সেন্টারব্যাক। তাঁর বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫তম মিনিটে হেতাফে মিডফিল্ডার লুইস মিলার চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান।
স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, কামাভিঙ্গা মাঠ ছাড়তে না চাইলেও ব্যথার কাছে হার মেনে বাধ্য হয়েই তাঁকে মাঠের বাইরে যেতে হয়। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আর না থাকায় পরে ১০ জন নিয়ে খেলেছে রিয়াল।
ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি তাদের চোট নিয়ে বলেন, ‘আগামীকাল (আজ) কী হয় আমরা দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’
তার মানে আগামী শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে তাঁদের মাঠের বাইরে থাকার সম্ভাবনাই বেশি।