
ক্রীড়া ডেস্ক:
মৌসুমজুড়ে দারুণ ছন্দে থাকা ইন্টার মিলান আবারও মুখ থুবড়ে পড়ল নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের সামনে। তবে এবারের হারে মূল্য দিতে হলো আরও বেশি। সিমোনে ইনজাগির দলকে গুঁড়িয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠল এসি মিলান।
ইতালির সান সিরোয় বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে দলটি। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।
বিরতির আগে-পরে লুকা ইয়োভিচের জোড়া গোলের পর শেষ দিকে তৃতীয় গোলটি করেন রেইনডার্স।
সেরি আয় শিরোপার দৌড়ে ইন্টার আছে পয়েন্ট তালিকার শীর্ষে; চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে সেমি-ফাইনালে। সেখানে এসি মিলান সেরি আর শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে অনেক আগে। ইউরোপ সেরার মঞ্চ থেকেও তারা ছিটকে গেছে নক আউটের আগেই। তবে মৌসুমে দুই দলের লড়াইয়ে আধিপত্য এসি মিলানের।
এবারের সেরি আয় প্রথমটিতে এসি মিলানের জয়ের পর দ্বিতীয়টি হয় ড্র। গত জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে এসি মিলান। এবার তো ইন্টারকে ছিটকেই তারা উঠল ইতালিয়ান কাপের ফাইনালে।