মিসাইল ধ্বংসকারী মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। এ আবহে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। তারই অংশ হিসেবে এবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত।

বৃহস্পতিবার আরব সাগরে নৌ মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হল। ভারতীয় নৌবাহিনীর দাবি, এটা নৌপথে আত্মরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ‘আত্মনির্ভর ভারত’-এরই ফসল।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। এ আবহে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। তারই অংশ হিসেবে এবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত।

বৃহস্পতিবার আরব সাগরে নৌ মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হল। ভারতীয় নৌবাহিনীর দাবি, এটা নৌপথে আত্মরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ‘আত্মনির্ভর ভারত’-এরই ফসল।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আরব সাগরে আইএনএস সুরাট যুদ্ধজাহাজ থেকে মিসাইল ধ্বংসকারী মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। যা বিপক্ষের ক্ষেপণাস্ত্রকে নির্দিষ্ট সীমার মধ্যে ধ্বংস করতে সক্ষম।

ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, ভূমি থেকে আকাশে মধ্যপাল্লার এই মিসাইলটি একসঙ্গে অনেক কাজ করতেই সক্ষম। ইসরাইলি প্রযুক্তির সহায়তায় তৈরি হয়েছে। দেশের পশ্চিম প্রান্ত থেকে জলপথে কোনও আক্রমণ ঘটার মতো সংকেত পেলে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব হবে। মিসাইলটি ৭০ কিলোমিটার পর্যন্ত কাজ করতে সক্ষম বলে নৌবাহিনী সূত্রে খবর।