কাশ্মীরে হামলায় সন্দেহভাজন দু’জন পাকিস্তানি, দাবি ভারতীয় পুলিশের

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পুলিশ পহেলগাম হামলার সঙ্গে জড়িত চার বন্দুকধারীর মধ্যে তিনজনের নাম প্রকাশ করে এক নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, তিনজনের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। বাকি আরেকজন অনন্তনাগের স্থানীয় বাসিন্দা। তবে এই নোটিশে চতুর্থ সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। খবর-বিবিসি

পুলিশ বলছে, এই তিনজন পাকিস্তানের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও তাদের কেউ কোনো মন্তব্য করেনি। পাকিস্তান এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এছাড়া হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরের ১৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য পুলিশ ২০ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করেছে। একইসঙ্গে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে।

মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনায় পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে ভারত। এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এতে করে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে, হামলার পর ভারতের পক্ষ থেকে বুধবার বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়। ভারত পাকিস্তানকে “সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে” সহায়তার অভিযোগ এনে পানি বণ্টন চুক্তি স্থগিত করে এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্তও বন্ধ করে দেয়। এছাড়া পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের কিছু ভিসা বাতিল ও দুই দিনের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়।