ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা নিজেরা বিষয়টি সমাধা করে ফেলবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এয়ার ফোর্স ওয়ানের সামনে সাংবাদিকদের বলেন, তিনি দুই দেশের নেতাদেরই চেনেন। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। তবে সবসময়ই বিষয়টা এমনই ছিল। তারা নিশ্চয়ই একটা সমাধানে আসবেন।’

মঙ্গলবার, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম শহরে বন্দুকধারীর গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত বলেছে যে এই হামলাটি পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা চালিয়েছে, অন্যদিকে ইসলামাবাদ দায় অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।