সীমান্তের জিরো লাইনে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের বৈঠক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জিরো লাইন পরিদর্শন করে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন ও ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ডার পর্যায়ে আয়োজিত এই বৈঠকে সীমান্তে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখার অঙ্গীকার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির অধীন মেদিনীপুর বিওপির চ্যাংখালী সীমান্তের জিরো লাইনে আয়োজিত এই বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। ভারতীয় বিএসএফের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ৩২ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট সুজিত কুমার।
শুক্রবার রাত নয়টায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানিয়েছে, ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জিরো লাইনে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের ১২ জন করে সদস্য বৈঠকে অংশ নেন।

পরে উভয় বাহিনীর কমান্ডার ও তাদের সঙ্গীয় সদস্যরা সীমান্ত পিলার ৬৪, ৬৪/১-এস, ৬৪/২-এস ও ৬৪/৩-এস সহ ১৮টি টি-পিলার সংলগ্ন আড়াই কিলোমিটার এলাকা পায়ে হেটে পরিদর্শন করেন।

বৈঠকে বিজিবি ও বিএসএফের কমান্ডাররা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।