
ডেস্ক রিপোর্ট:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই অভিযানটি পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়। দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছিল, এবং এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সন্ত্রাসবাদ নির্মূলে।
অভিযানটি ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত চলেছিল, এবং পুরো সময়টাতে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এই অভিযানে ৬ জন সন্ত্রাসী নিহত হয় এবং আরও ৪ জন সন্ত্রাসী আহত হয়। পাকিস্তান সরকার নিশ্চিত করেছে যে, দেশের ভেতরে সন্ত্রাসবাদের শেকড় যতদিন থাকবে, ততদিন এই ধরনের অভিযান চলতে থাকবে।
গত কয়েক বছর ধরে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তালেবানপন্থী গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে, আর বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) তৎপর। ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ছিল ৪৪টি, যা গত এক দশকের মধ্যে সর্বাধিক। এসব হামলায় ৬৮৫ জন সেনা সদস্য এবং ৯২৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। সেনা-পুলিশ যৌথ অভিযানে গত বছর ৯৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যা পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। তথ্যসূত্র : জিও নিউজ