পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠাতে রাজ্যগুলিকে নির্দেশ দিলেন অমিত শাহ

ডেস্ক রিপোর্ট:
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে অমিত শাহ জানিয়েছেন, যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে ফেরত পাঠাতে হবে এবং মেডিকেল ভিসাধারীদেরও নির্ধারিত সময়ের মধ্যে ভারতে থাকা যাবে না।
গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় কয়েকজন পর্যটক নিহত হওয়ার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নানা ধরনের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। এসব প্রতিক্রিয়ার মধ্যে অন্যতম হলো সাধারণ পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং তাদের দেশে ফেরত পাঠানো। এই নির্দেশ কার্যকর হয়েছে শুক্রবার রাত থেকে। তবে যেসব নাগরিক চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় ভারতে এসেছেন, তাদের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৯ এপ্রিল পর্যন্ত।
অমিত শাহ মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়ে বলেছেন, এই দুই ধরনের ভিসা বাতিল সংক্রান্ত নিয়ম যেন যথাযথভাবে পালন করা হয় এবং সময়সীমা পেরিয়ে কোনো পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করতে না পারেন তা নিশ্চিত করতে হবে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, অমিত শাহ নিজেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের ফোন করে নির্দেশ দিয়েছেন।
কাশ্মীরের পেহেলগামের ঘটনায় সরকার চারজন হামলাকারীর নাম প্রকাশ করেছে, যাদের মধ্যে আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং আদিল হুসেন ঠোকরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজ দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। তদন্তে জানা গেছে, ওই জঙ্গিরা সেনার চোখ এড়িয়ে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে বৈসারনে পৌঁছায় এবং “আল্পাইন কোয়েস্ট” নামে একটি বিশেষ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে পথ খুঁজে নেয়, যা ব্যবহারের জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। এই ঘটনায় দেশের নিরাপত্তাব্যবস্থার আরও কড়াকড়ি এবং গোয়েন্দা তৎপরতার প্রয়োজনীয়তা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।