শামির রেকর্ডের ম্যাচে ঘরের মাঠে ধরাশয়ী চেন্নাই

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ইনিংসের প্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নতুনভাবে নাম লেখালেন মোহাম্মদ শামি। তার রেকর্ডের ম্যাচে হার্ষাল প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

চলমান আইপিএলের ৪৩তম ম্যাচে শুক্রবার স্বাগতিকদের ৫ উইকেটে হারায় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটি। চেন্নাইয়ের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় হায়দরাবাদ।

ম্যাচের প্রথম বলেই শেখ রাশেদকে স্লিপে ক্যাট বানান শামি। এ নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম বলেই উইকেট পেলেন তিনি। আইপিএলে সবচেয়ে বেশিবার ইনিংসের শুরুতে শিকার ধরার রেকর্ড এখন ৩৪ বছর বয়সি পেসারের।

দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের রেকর্ড রয়েছে ৬ ক্রিকেটারের। তারা হচ্ছেন– লাসিথ মালিঙ্গা, অশোক দিন্দা, প্রভিন কুমার, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্ট।

১০ দলের আইপিএলে ৯ ম্যাচ শেষে তাতে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের অবস্থান টেবিলের ৮ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের অবস্থান টেবিলের তলানিতে। অন্যদিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ গুজরাট।