
ক্রীড়া ডেস্ক:
রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ নতুন নয়। তবে এবারের ঘটনা ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই। রীতিমত অনুশীলন ও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনও বর্জন করেছে ইউরোপিয়ান জায়ান্টরা। ঘবর রটতে থাকে, বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালেও নাও খেলতে পারে রিয়াল।
তবে স্প্যানিশ গণমাধ্যমে রটা সেই গুঞ্জন উড়িয়ে শুক্রবার বিবৃতিতে রিয়াল জানিয়েছে, রেফারিদের নিয়ে অভিযোগ থাকলেও ফাইনাল বয়কটের গুঞ্জন সঠিক নয়, বার্সার বিপক্ষে শনিবারের ফাইনালে খেলবে তারা।
মুলত কোপা দেল রে ফাইনালের ম্যাচ অফিশিয়ালস তালিকায় রেফারি হিসেবে রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেসের নাম দেখেই বিরক্ত হয়েছিল রিয়াল। এই দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল মনে করে ক্লাবটি।
রেফারি রিকার্ডো ডি বারগোসের অধীনে বার্সেলোনার জয়ের পাল্লা ভারী—এমন পরিসংখ্যান টেনে প্রশ্ন করা হয়েছিল মাদ্রিদভিত্তিক এক টিভি চ্যানেলের পক্ষ থেকে। এমন এক প্রশ্নের পর সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন রেফারি রিকার্ডো। জানান, রিয়াল মাদ্রিদ নিয়ে ব্যক্তিগত জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা।
‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন ‘‘চোর’’, এটি সত্যিই ভয়ানক। (ভিডিওতে যা বলা হয়েছে) তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কথা পরিণাম কী দাঁড়াচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সামাজিকভাবে হয়রানির কথা জানাতে গিয়ে চোখে জলও চলে আসে বেনগোচেয়ার।
‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না।।’