হেলথ অ্যাপের মাধ্যমে ডিজিটাইজ হবে শিশুর স্বাস্থ্যসেবা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

বরিশাল প্রতিনিধি :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে বরিশাল জেলায় ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস (আইএমসিআই) অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শনিবার বরিশাল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ডিজিটাইজেশনের প্রচেষ্টাকে গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচি ও আইএমসিআই টিমের নেতৃত্বে জাতীয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইএমসিআই অ্যাপটি উঐওঝ২, ঙঢ়বহঝজচ এবং ঙঢ়বহগজঝ-এর মতো জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত। যা সরকারি কেন্দ্রীয় শেয়ারড হেলথ রেকর্ডের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তাৎক্ষণিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
বরিশাল, মানিকগঞ্জ ও ভোলায় সফলভাবে মাঠ পর্যায়ে পরীক্ষা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর অনুমোদনের পর বরিশালের ৩১৯টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই পাইলট প্রকল্প চালু করা হয়েছে। এই উদ্যোগ ‘স্মার্ট বাংলাদেশ’ ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যখাতে সমতা ও দক্ষতা বৃদ্ধির একটি অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, ‘‘খুব অল্প বয়সে একটি শিশুকে হারানোর কষ্ট কোনো বাবা-মায়ের জন্য অসহনীয়। আইএমসিআই অ্যাপের মাধ্যমে যদি এই মৃত্যু রোধ করা যায়, তাহলে সেটি হবে একটি বড় অর্জন। ২০২০ সালে অ্যাপটির যাত্রা শুরু হয়েছিল। এখন বরিশালে পাইলটিং চলছে। সফলতা পেলে দেশব্যাপি এই অ্যাপের ব্যবহার বাড়ানোর আহ্বান জানাই।’’
বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর বলেন, ‘‘আইএমসিআই অ্যাপের মতো উদ্ভাবনী উদ্যোগ আমাদের ২০৩০ সালের স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। আমাদের লক্ষ্য, মাঠ পর্যায়ের প্রতিটি স্বাস্থ্যকর্মীর কাছে এই সেবা পৌঁছে দেওয়া। প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকেই একটি শিশুর সুস্থ জীবনের ভিত্তি তৈরি হয়, আর এই অ্যাপ সেই রূপান্তরের সূচনা করবে।’’
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, ‘‘বাংলাদেশকে গ্লোবাল সাউথের উদ্ভাবনী নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেভ দ্য চিলড্রেন স্বাস্থ্য খাতে বিশেষ করে শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে ডিজিটাল সমাধান উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ। আইএমসিআই অ্যাপের মতো উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন ও রূপান্তরকে এগিয়ে নেবে।’’
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের ডা. তাহমিনা ফেরদৌসি ও স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মো. জহুরুল ইসলাম আইএমসিআই অ্যাপের সার্বিক চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সেভ দ্য চিলড্রেনের তৈরি এই অ্যাপ জাতীয় আইএমসিআই গাইডলাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যা স্বাস্থ্যকর্মীদের শিশুদের অসুস্থতা মূল্যায়ন, শ্রেণিবিন্যাস এবং ব্যবস্থাপনার জন্য একটি সহজ ও কার্যকর ডিজিটাল প্রটোকল প্রদান করে।
পাইলটিং পর্যায়ে বরিশালের ১০টি উপজেলায় যথাযথ প্রশিক্ষণ, পর্যবেক্ষণ ও বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে। সরকার এবং উন্নয়ন সহযোগীদের এই যৌথ প্রচেষ্টা শিশুস্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবে।