ক্রীড়া ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে কিউইরা। দলটির নেতৃত্বে থাকবেন নিক কেলি ও জো কার্টার।
কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে নিক কেলি, রাইস মারিয়ু ও মোহাম্মদ আব্বাসের। তাদের মধ্যে অভিষেকে ২৪ বলে দ্রুততম ফিফটি হাঁকিয়ে নজর কেড়েছিলেন আব্বাস। এই তিনজনকে নিয়ে এবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড ‘এ’ দল: মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেইডেন লেনক্স, বেন লিস্টার, রাইস মারিয়ু, ডেল ফিলিপস।