বাস উল্টে নিহত ১, যাত্রীসহ আহত ২০

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে হাছান রাজা (৩০) নামের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন যাত্রীসহ অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় নিউজ পোস্ট বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে ফুলপুর-শেরপুর মহাসড়কের মোকামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি মোকামিয়া যেতেই সামনে থেকে আসা দুটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস উল্টে চালকের সহকারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন যাত্রীসহ আরও ২০ জন। নিহত হাছান রাজা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নামছিট পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।