
নিজস্ব প্রতিবেদক :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমজনতার দলের’ সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমজতার দলের পর পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক রয়েছে। এর আগে ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।’
শায়রুল কবির জানান, আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মশিউজ্জামনের নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত রয়েছেন।
অন্যদিকে বিএনপি লিয়াজোঁ কমিটি প্রধান ও দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে রয়েছেন স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এর আগে গণতন্ত্র মঞ্চসহ একাধিক দল এবং জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। তবে এবারই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক করেছে সিপিবি ও বাসদের একটি প্রতিনিধি দল।