
ক্রীড়া ডেস্ক :
৩৫ বলে সেঞ্চুরি কিংবা ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতক হাঁকানো– আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে বৈভব সূর্যবংশীর দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ডবুকে আলোড়ন তুলেছে এই দুই খবর। তবে বৈভবের ইনিংসটা এসবের চেয়েও বড় কিছু। রাজস্থানের মাটিতে ১৪ বছরের এই বিস্ময়বালক এমনসব রেকর্ড গড়েছেন যা আইপিএলের ইতিহাসটাই নতুন করে লিখতে বাধ্য করবে।
৩৫ বলে বৈভব সেঞ্চুরি করেছেন। যা আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ও ভারতীয়দের মধ্যে দ্রুততম। আইপিএলে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। আর ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল।
এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভব। গুজরাটের বিপক্ষে সেঞ্চুরির দিনে বৈভবের বয়স ছিল ১৪ বছর ৩২ দিন। আগের রেকর্ড ছিল বিজয় জোলের। ২০১৩ সালে মহারাষ্ট্রের ব্যাটার মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ১৮ বছর ১১৮ দিন বয়সে। এ ছাড়া ২০২০ সালে বিপিএলে বরিশালের হয়ে পারভেজ হোসেন ইমন ১৮ বছর ১৭৯ দিন বয়সে রাজশাহীর বিপক্ষে শতরান করেছিলেন।
আইপিএলে বিধ্বংসী এই ইনিংস খেলার পথে নিজের দুই সতীর্থের রেকর্ডও ভেঙেছেন বৈভব। সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড় এখন বৈভব। আগের রেকর্ড ছিল রিয়ান পরাগের। ২০১৯ সালে ১৭ বছর ১৭৫ দিন বয়সে ফিফটি পেয়েছিলেন পরাগ। আর জয়সওয়ালের রেকর্ড ভেঙে করেছেন আইপিএলে দ্রুততম ফিফটি।
আর গতকালের ম্যাচে মোট রানের ৯৩.০৬ শতাংশই বৈভব নিয়েছেন বাউন্ডারি থেকে। সেটাও আইপিএলে সেঞ্চুরি ইনিংসে রেকর্ড। আগের রেকর্ড তার সতীর্থ জয়সওয়ালের। ২০২৩ সালে মুম্বাইয়ের বিপক্ষে ১২৪ রানের ৯০.৩২ শতাংশই চার-ছক্কায় পেয়েছিলেন তিনি।
১১ ছক্কা হাঁকিয়ে আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন বৈভব সুর্যবংশী। এই রেকর্ডে ভাগ আছে চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয়ের। আর রানতাড়া করতে নেমেও আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এখানে বৈভব রেকর্ড ভাগ করছেন সনাৎ জয়সুরিয়ার সঙ্গে।
ভারতীয়দের মধ্যে আইপিএলে সবচেয়ে কম ম্যাচ (৩) খেলে প্রথম সেঞ্চুরি পাওয়ার রেকর্ড এখন বৈভবের। এর আগে চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন মনীশ পান্ডে, পল বালথ্যাটি ও প্রিয়াংশ আর্য।
বৈভবের কারণে আফগান পেসার করিম জানাতকেও পড়তে হয়েছে বিব্রতকর রেকর্ডে। আইপিএলে নিজের করা প্রথম ওভারে করিম জানাত হজম করেছেন ৩০ রান। আইপিএল ক্যারিয়ারে প্রথম ওভারে রান হজমের এটাই নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ২৫ রান দিয়েছিলেন বরুণ চক্রবর্তী।