বিনোদন ডেস্ক:
জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের যেসব তারকারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ইরেশ যাকের। অথচ সেই আন্দোলনে হত্যা মামলার আসামি তিনি। ক্ষোভে ফুঁসছে শোবিজ অঙ্গন। নীরবতা ভেঙেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নির্মাতা আশফাক নিপুণ, শিহাব শাহীনসহ আরও অনেকে।
বাঁধন নিজের ভেরিফায়েড ফেসবুকে ইরেশ যাকেরকে নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেছেন, ইরেশ সবসময় সত্যের পক্ষে থেকেছেন। ছাত্রদের সঙ্গে, আমাদের সঙ্গে, প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি ছিলেন। ৪ আগস্ট, যখন কারফিউ ঘোষণা করা হয়, আমরা শাহবাগে একসঙ্গে ছিলাম। সব বিপদের মাঝেও তিনি নিশ্চিত করেছিলেন যে আমি যেন নিরাপদে কালসী ফ্লাইওভারে পৌঁছাতে পারি—এমন এক সময়ে যখন যেকোনো কিছু ঘটে যেতে পারত, তিনি বড় ঝুঁকি নিয়েছিলেন।’
৪ আগস্ট রাতের ঘটনা উল্লেখ করে তিনি লিখেন, ‘সেই রাতে, গণভবনে যাওয়ার জন্য আমাদের ওপর প্রচণ্ড চাপ ছিল। তবে ইরেশ যাকের দৃঢ়ভাবে না বলেছিলেন। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের পাশে, সত্যের পাশে দাঁড়িয়েছিলেন, চাপের কাছে নতি স্বীকার করেননি। আজ যখন দেখি তাকে হয়রানি করা হচ্ছে, তখন হৃদয় ভেঙে যায়। যদিও এটা আমাদের জন্য নতুন নয়—আমরা আগেও দেখেছি যারা সাহস করে দাঁড়িয়েছে, তাদের এভাবে দমন করা হয়েছে। যারা সত্যের পক্ষে দাঁড়ায়, তাদের রক্ষা করা উচিত। আমরা ইরেশের পাশে আছি।’
অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনে সঙ্গে ছিল, তার নামে মামলা হওয়া বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ইরেশ যাকেরের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা সরকার করেনি। প্রকৃত ঘটনা তদন্ত করে পুলিশ সত্য উদঘাটন করবে। মামলা করেছেন একজন লোক। সবাই মামলা করার স্বাধীনতা পেয়ে কেউ কেউ অপব্যবহার করছে।’
পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটা কার্ড শেয়ার করে লিখেছেন, ‘আগস্ট মাসের ১ তারিখ ফার্মগেটে আমার সাথে, আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ যাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে। তার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও তিনি সেখানে যান নাই। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, হোক কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর।’
পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘ ইরেশ যাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা!’
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায়, অভিনেতা ইরেশ জাকেরকে ১৫৭ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।