আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার কেন্দ্রীয় সামারা অঞ্চলে এক বিস্ফোরক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। রাশিয়ার সংবাদ সংস্থা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
জরুরি পরিষেবার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তি বলেছে, চাপায়েভস্ক শহরের প্রমসিন্তেজ প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটেছে। মেরামত কাজের সময় সরঞ্জাম ভেঙে ফেলার ফলে এ বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থায় বলা হয়েছে।
প্রমসিন্তেজ রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রধান বিস্ফোরক শিল্প কারখানা। কোম্পানিটিতে ১ হাজার ৩০০ কর্মী কাজ করেন।
এদিকে গত ১৫ মাসের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত আছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে সংঘাতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেলেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।