ড্রোন হামলা চালিয়ে আইএসের শীর্ষ নেতা ওসামাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের নেতা ওসামাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড রবিবার বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের হামলায় ওসামা আল-মুহাজেরের মৃত্যু হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, ‘আমরা পুরো অঞ্চলে আইএসের পরাজয়ের ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। গোষ্ঠীটি শুধু এই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি।’

যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, অভিযানে ‘এমকি-৯এস’ ড্রোন ব্যবহার করা হয়।

অভিযানে কোনও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সেন্টকম। তবে আহতের খবর পাওয়া গেছে। আইএসের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত ড্রোনগুলো একইদিন রুশ যুদ্ধবিমান দ্বারা হয়রানি শিকার হয়েছিল বলে অভিযোগ করেছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রাইঙ্কুইচ বলেছেন, রাশিয়ার বিমানগুলো ড্রোনের সামনে দিয়ে বিপজ্জনকভাবে উড়ে যায়। যা যেকোনও বিমানের নিরাপত্তার জন্য বিপজ্জনক।

সিরিয়ার বিদ্রোহ অধুষ্যিত এবং আইএসের অবস্থান যে এলাকাগুলোতে আছে সেখানে প্রায়শই ড্রোন অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা