মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রোমানা ইসলাম (২২) নামের এক গৃহবধূ। তাদের মধ্যে দুই সন্তান সুস্থ আছে এবং বাকি দুই সন্তানের শ্বাসকষ্ট থাকলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ সোমবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এ সন্তানের জন্ম দেন।
জানা যায়, রোববার রাত ১০টার দিকে রোমানা আক্তারের প্রসব ব্যথা শুরু হলে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তার চার সন্তানের জন্ম হয়। এর মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে। হাসপাতালের গাইনি বিভাগের শিশু ওয়ার্ডে পৃথক ওয়ার্মার যন্ত্রে চার নবজাতককে রাখা হয়েছে। আর প্রসূতি রোমানা আক্তারকে রাখা হয়েছে গাইনি ওয়ার্ডে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্স মাবিয়া আক্তারকে বলেন, নবজাতকদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ওয়ার্মার যন্ত্রে রাখা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম বলেন, চার নবজাতকের মধ্যে দুই ছেলে নবজাতকের শ্বাসকষ্ট কিছুটা বেশি। ধীরে ধীরে তাদের শ্বাসকষ্ট কমছে। দুই মেয়ে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।