কুমিল্লার কৃতী সন্তান আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় নিজ গ্রাম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার (ইসলামপুর) মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন হেফাজতে ইসলামীর আমীর আল্লামা আহমদ শফী।
অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আল্লামা আশরাফ আলীর জানাজায় মঙ্গলবার মুসল্লিদের ঢল নামে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ অলির বাজার মাঠে ভিড় জমাতে শুরু করেন। কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হয়। আল্লামা আশরাফ আলী সোমবার রাত পৌঁনে ২টায় রাজধানীর আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন।
অলিরবাজার মাঠে অনুষ্ঠিত জানাজায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো.আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইউবসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক আলেমেদ্বীন ও হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।