পুরান ঢাকায় কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:
রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বিদ্যালয়ের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মো. আলম (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।


ওই বিদ্যালয়ের শিক্ষক মো. ইব্রাহিম জানান, লালবাগের ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) হিসেবে কর্মরত ছিলেন মো. আলম। আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে বিদ্যালয়ের গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে পা ফসকে নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত আলমের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। কর্মসূত্রে তিনি রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করতেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্ট বিডিকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।