বরিশালে ৪ পুলিশ সদস্য ক্লোজড, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের ধাওয়া খেয়ে আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের রফিক হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এসআই আব্দুল হক সিকদারসহ ৪ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ক্লোজড হওয়া অন্যান্য পুলিশ সদস্যরা হলেন কনস্টবল ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম ও পিকআপ চালক জিহাদ হোসেন। এছাড়াও ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (১৫ জুলাই) সকালে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী জানান, ভালুকশী গ্রামের রফিক হাওলাদারের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামে রাস্তার পাশে বসে তাস খেলছিল কয়েক জন। এসময় গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তাদের তাস খেলতে নিষেধ করে। পুলিশ যাওয়ার পর তারা আবারো খেলা শুরু করে। পরবর্তীতে কাজ শেষে ওই পথ দিয়ে ফেরার সময় আবারো তাস খেলতে দেখে তাদের ধাওয়া দেয় পুলিশ। এসময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ক্ষেতের মধ্যে পড়ে যায় রফিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি চেয়ে বিক্ষোভ করে আসছে গ্রামবাসী।