বরিশাল প্রতিনিধি:
বরিশাল ঢাকা মহাসড়কে বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা সকলেই ট্রলির শ্রমিক ছিলেন। ঘাতক বাসটিকে আটক করা হলেও পালিয়েছেন চালক। নিহতরা হলেন- এমদাদুল, নাদিম ও সিনবাদ। এদের মধ্যে এমদাদুলের বাড়ি বরিশালের ৬ মাইল এলাকায়। আর নাদিম ও সিনবাদের বাড়ি রহমতপুর। আজ বিকেলে বিষয়টি নিউজ পোস্ট বিডিকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক হোসেন।
তিনি জানান, আজ শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রলিটিকে আমাদের জিম্মায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল দক্ষিণের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।