বিমানবন্দরে আমিরের টার্গেট ছিলো বিদেশযাত্রীরা

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

সাইফুল ইসলাম:
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঘুরে বেড়াতেন অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য মো. আমিন হোসেন নামের এক প্রতারক। তার টার্গেট ছিলো বিমানবন্দরে আগত বিদেশগামী ও বিদেশফেরৎ যাত্রীরা। অবশেষে তিনি বিমানবন্দর থানা পুলিশের হাতে ধরা পড়েছেন। আজ রোববার (১৬ জুলাই) বিকেলে নিউজ পোস্ট বিডিকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

বিমানবন্দর থানা পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল শনিবার রাতে বিমানবন্দর এলাকা থেকে পেশাদার অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য আমির হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ।


সে বিমানবন্দরে আগত যাত্রীদেরকে টার্গেট করে পিছু নিতো। এরপর টার্গেটকৃত যাত্রীর সাথে কৌশলে সখ্য গড়ে তুলতো। পরে বিস্কুট ও অন্যান্য খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে তাদেরকে খাইয়ে দিয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ও টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিতো। তার বাড়ি বরিশালের গৌরনদী থানার মাহিলাড়া গ্রামে। এ ঘটনায় গ্রেফতারকৃত আমির হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে। আজ রোববার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।