সাভারে গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভ

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

সাভার (ঢাকা) প্রতিনিধি:
প্রায় ১২ দিন ধরে গ্যাস না পেয়ে গ্যাস সরবরাহের দাবিতে সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ রোববার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকার সাভারের তিতাসের অফিস ঘেরাও করেন তারা।
বিক্ষোভকারীরা জানিয়েছে, প্রায় ১২ দিন যাবৎ সাভারের ফুলবাড়িয়ার ১৫টি গ্রামে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। তাদের অভিযোগ, গ্যাস না থাকায় বাড়িতে কোনো রান্না করা যাচ্ছে না। কোনোরকমে হোটেলে খেয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। তাই বাধ্য হয়েই আজ তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা জানায়, পার্শ্ববর্তী সব এলাকায় গ্যাস থাকলেও ফুলবাড়িয়ায় ১৫ গ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে গ্যাস নাই। এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও তিতাস গ্যাস অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারী দেন এলাকাবাসী।


ফুলবাড়িয়ার ইয়াকুব আলী বলেন, গ্যাস না থাকায় আমরা দুই বেলা খেতে পারছি না। না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। ভাড়াটিয়ারা রুম ছেড়ে চলে যাচ্ছেন। এতে আমাদের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। শ্রমিক আলতাফ হোসেন বলেন, আমরা কাজ করে খাই। আমাদের পক্ষে তো সিলিন্ডারের গ্যাস কিনে রান্না করা সম্ভব নয়। সকালে রুটি খেয়ে কাজে বের হতে হচ্ছে। এভাবে তো আর চলা যায় না । হঠাৎ বাসা ছেড়ে অন্যত্র যেতেও পারছি না। আমাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানাই।
তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার খাদেম জানান, ইতিপূর্বে সাভারের ফুলবাড়িয়া ও ধলপুরে লাইনে গ্যাস নেই মর্মে এলাকাবাসী অভিযোগ করেন। সমস্যাটি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যেই ওইসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।