ভারতকে ২১১ রানে আটকে দিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩

ক্রীড়া ডেস্ক :

রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিবরা একে একে উইকেট তুলে নিচ্ছেন, আর বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। দারুণ বোলিং করলেন বোলাররা, কিন্তু যশ ধুল তাতে খানিকটা অস্বস্তি যোগ করলেন। সেমিফােইনালে অবশ্য জেতার মতো লক্ষ্যই পেয়েছেন সাইফ হাসানরা। ভারত ‘এ’ দলকে ২১১ রানে আটকে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠতে সাইফ হাসানদের দরকার ২১২ রান।

কলম্বোতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। অষ্টম ওভারে তানজিম হাসান সাকিব ভাঙেন ২৯ রানের জুটি। সাই সুদর্শন (২১) বিদায়ের পর নিকিন জোস ও অভিষেক শর্মা প্রতিরোধ গড়েছিলেন। এই দুজনকে টানা দুই ওভারে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

নিকিনকে (১৭) জাকির হাসানের ক্যাচ বানান সাইফ হাসান। রাকিবুল হাসানের বলে সাকিবের ক্যাচ হন অভিষেক (৩৪)। এরপর যশ ধুল ছাড়া অন্য ব্যাটাররা বোলারদের সামনে অসহায়।

১৩৭ রানে ৭ উইকেট হারায় ভারত। মানব সুতারকে (২১) নিয়ে হাল ধরেছিলেন ধুল। ৪১ রানের এই জুটি ভেঙে যায় রান আউটে। ধুল সতর্ক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি আদায় করেন।

২০০-তে পৌঁছার আগে নবম উইকেট হারায় ভারত। নিজের প্রথম ওভারেই রাজবর্ধন হাঙ্গারগেকারকে (১৫) ফেরান সৌম্য সরকার। ধুল ইনিংস শেষ করে আসতে পারেননি। শেষ ওভারের প্রথম বলে রিপন মন্ডল ফেরান তাকে। ৮৫ বলে ৬ চারে ৬৬ রানে রাকিবুলের ক্যাচ হন ভারতের অধিনায়ক।