সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের মূল্যায়নে বাংলাদেশের র‌্যাংকিং ১০১তম

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

নিউজ পোস্ট ডেস্ক :

সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএনএস)-এর মূল্যায়নে ২০২৩ সালে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে।
এসডিএনএস-এর -১৬৬টি দেশ নিয়ে ২০২৩ সালে সর্বশেষ স্বাধীন মূল্যায়নে আজ ঢাকায় এই তথ্য প্রকাশ করে। ২০২৩ সালে বাংলাদেশের বৈশ্বিক র‌্যাংকিং হলো ১০১তম এবং ইন্ডেক্স স্কোর হলো ৬৫ দশমিক ৯।
এর আগে সংস্থাটি ২০১৭ সালে প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফারি ডেভিড সাচেস – এর নেতৃত্বে ১৫৭টি দেশ নিয়ে প্রথম টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের একটি স্বাধীন মূল্যায়ন করে। উক্ত মূল্যায়নে তখন টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১২০ এবং ১০০ এর মধ্যে ইন্ডেক্স স্কোর ছিল ৫৬ দশমিক ২। এবছর বাংলাদেশের র‌্যাংকিং গত বছরের চেয়ে ভালো হয়েছে।
গত বছর ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৪, এবছর ১৬৬ দেশের মধ্যে ১০১তম। বাংলাদেশের র‌্যাংকিং ভারত (১১২) এবং পাকিস্তান (১২৮)-এর তুলনায় ভালো।
এসডিএনএস- এর স্বাধীন মূল্যায়ন রিপোর্টে বলা হয়, কোভিড-১৯ এর অভিঘাতের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ক্রমান¦য়ে ভালো করছে। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের রোল মডেলে পরিণত করা এবং সঠিক দিকনির্দেশনা ও সকল অংশীজনের ঐকান্তিক প্রচেষ্টায় এমডিজি’র মতো এসডিজিতেও সাফল্য আসবে বলে আশা করা যায়।