জনতার গণপিটুনি থেকে চোরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আমিনুল ইসলাম বাবু:
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এক নম্বর গেটের সামনে জনতার গণপিটুনি থেকে চোরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মো. খালেদ শেখ (২৬) নামের এক যুবক। এ সময় উত্তেজিত জনতা তাকে চোরের সহযোগী মনে করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আজ শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ভুক্তভোগী যুবকের ভাই সজিব জানান, একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। ভুক্তভোগী খালেদ শেখ আজ তার কাছে বেড়াতে আসেন। রাতে বাইরে বের হলে খালেদ দেখতে পান ওই এলাকার লোকজন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিচ্ছে। খালেদ ওই যুবককে চিনতে পারায় তিনি তাদের মারতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে খালেদকে চোরের সহকারী ভেবে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদপুর জেলার মধুখালী থানার জাফরাকান্দি গ্রামের আব্দুস সামাদ শেখের সন্তান ছিলেন খালেদ। তিনি রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।