বিএনপির সাথে নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায়, ইএমএফের বিদেশি পর্যবেক্ষকরা হতাশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বাংলাদেশে সফররত ৬ জন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বিএনপির সঙ্গে বৈঠক করতে আগ্রহী। তারা বিএনপির উদ্বেগের বিষয়ে জানতে চান।
আজ রবিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ছয় জনের মধ্যে দুই পর্যবেক্ষকের বৈঠকের কথা ছিল। কিন্তু প্রতিমন্ত্রীর ব্যস্ততার কারণে বৈঠকটি বাতিল করা হয়। টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের পলিটিক্যাল অ্যানালিস্ট টেরি এল ইজলে এবং ইইউরিপোর্টারের পলিটিক্যাল এডিটর নিক পাওয়েল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপির সঙ্গে পর্যবেক্ষক দলটির নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় হতাশা ব্যক্ত করে পলিটিক্যাল অ্যানালিস্ট টেরি এল ইজলে বলেন, ‘আমরা তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম, তাদের কথা শোনার জন্য। যেকোনও গল্পে দুটি পক্ষ থাকে। আমরা তাদের উদ্বেগের বিষয়টি জানতে চাই।’
ইইউরিপোর্টারের পলিটিক্যাল এডিটর নিক পাওয়েল কেয়ারটেকার সরকারের যেকোনও দাবি সাংবিধানিকভাবে অসম্ভব জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বৈঠকে আমরা নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন কীভাবে প্রশাসন চালাবে তাও আলোচনায় এসেছে। আমার মতে, যেকোনও গণতান্ত্রিক দেশে এগুলো হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষা।’