লঙ্কান প্রিমিয়ার: কানাডা থেকে শ্রীলঙ্কায় সাকিব

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

ক্রীড়া ডেস্ক:

বিশ্বজুড়ে ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহক বলা হয় তাকে। কথাটার যথার্থতা যেন প্রমাণ করেই চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলেই সরাসরি শ্রীলঙ্কায় চলে গেছেন সাকিব। সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সের হয়ে খেলবেন তিনি।
শ্রীলঙ্কাইয় পৌঁছেই দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। এমনকি আজ রাতেই ডাম্বুলা অরার বিপক্ষে ম্যাচে মাঠেও নামতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান ক্রীড়া সাংবাদিক দানুস্কা অরবিন্দ।

গল টাইটান্সে সাকিব ছাড়াও রয়েছেন্রয়েছেন আরেক টাইগের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এছাড়া দলে রয়েছেন দাসুন শানাকা, তাবরাইজ শামসি, ভানুকা রাজাপাকসের মততো বড় তারকারা।

মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। নিজের খেলা চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব। চার ম্যাচে ব্যাটিং করে ২৫.৫০ গড় আর ১৫৪.৫৫ স্ট্রাইকরেটে ১০২ রান করেন সাকিব। চার ম্যাচে বল হাতে নিয়েছেন ৫ উইকেট।