তারেক-জোবায়দার সাজার রায়: সুপ্রিম কোর্টে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই আদালতের সামনে বিক্ষোভ ও জুতা মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সুপ্রিম কোর্টে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

এদিকে রায় ঘোষণার খবর শুনে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভের প্রতিবাদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ করেন। আদালতের পরিবেশ নষ্ট করতে দেবেন না দাবি করে বিক্ষোভ করেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।

 

সুপ্রিম কোর্টে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল

                                                                                          সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের মিছিল
আজ বুধবার (২ আগস্ট) বিকেলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চত্বরে উভয় দলের আইনজীবীরা এমন পাল্টাপাল্টি বিক্ষোভ করেন। যদিও মামলার রায় ঘোষণা শুরুর আগে থেকেই আদালত চত্বরে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের জড়ো হতে দেখা যায়। রায় ঘোষণার পর জুতা মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বিএনপিপন্থি আইনজীবীদের জুতা মিছিল ও বিক্ষোভের প্রতিবাদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ মিছিল করেন। এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

bangla news,

News