২০২১-২২ অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমেছে

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

news-in-bangla

সেলিনা আক্তার:

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ (৩ আগস্ট) তথ্য অনুযায়ী, আমদানি কমার কারণে বাণিজ্য ঘাটতি কমেছে। গেলো অর্থবছরের শেষ মাসে আমদানির ঋণপত্র (এলসি) খোলা কমে যায়। এজন্য ডলার সংকট ও আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ ভূমিকা রেখেছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে মোট ৯৪.২৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে যা ৬৯.৩৬ বিলিয়ন ডলারে নেমে আসে। অর্থাৎ, বছরওয়ারি হিসাবে প্রায় ২৫ বিলিয়ন ডলার বা ২৭ শতাংশ এলসি কমেছে।

২০২১-২২ অর্থবছরে বাণিজ্য

ঘাটতি কমেছে

 

এদিকে ৩০ জুনে সমাপ্ত গত অর্থবছরে আমদানি ১৫.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯.৪৯ বিলিয়ন ডলারে, অপরদিকে রফতানি ৬.২৮ শতাংশ বেড়ে হয় ৫২.৩৪ বিলিয়ন ডলার, যা দেশের বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সহায়ক হয়েছে।

news-in-bangla

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, জুন মাসে আমদানির জন্য ৪.৭৫ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়, যা ছিল সর্বনিম্ন। ২০২১-২২ অর্থবছরের একই মাসের তুলনায় এলসি খোলা কমে ৪৪ শতাংশ। আগের মাস মে’তে ৫.৮৪ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল। আর এপ্রিলে এর পরিমাণ ছিল ৪.৮৫ বিলিয়ন ডলার।

২০২১-২২ অর্থবছরে বাণিজ্য

ঘাটতি কমেছে

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রিজার্ভ বাঁচাতে এলসি নিয়ন্ত্রণের পাশাপাশি এলসি খোলার ক্ষেত্রে নজরদারি বাড়ানোর কারণে সার্বিকভাবে এলসি’র পরিমাণ কমেছে


news-in-bangla    Latest News     Newspostbd

ক্যাম্পাস       অর্থনীতি      শিক্ষা      মতামত       দূর্ঘটন     রাজধানী