নূর জুয়েলার্সের চুরি হওয়া টাকা-স্বর্ণালঙ্কার মালিককে বুঝিয়ে দিলো পুলিশ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

সাইফুল ইসলাম:

রাজধানীর ভাটারা থানার নতুন বাজারের নূর জুয়েলার্স থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার মালিককে বুঝিয়ে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ। আদালতের নির্দেশে আজ শনিবার (৫ আগস্ট) নূর জুয়েলার্সের মালিককে উদ্ধার করা ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার বুঝিয়ে দেন ডিবিপ্রধান। আজ বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য জানান ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান।

তিনি বলেন, গত ১৪ এপ্রিল নতুন বাজারে নূর জুয়েলার্সের মালিক এবং কর্মচারীরা দোকানে তালা দিয়ে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দোকানে এসে দেখেন শাটার এবং কলাপসিবল গেটের তালা কাটা। ভেতরে ঢুকে দেখেন সাজিয়ে রাখা স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এ ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

মশিউর রহমান বলেন, এতদিন উদ্ধার করা টাকা ও স্বর্ণালঙ্কার পুলিশের হেফাজতে ছিল। আদালতের নির্দেশে আজ নূর জুয়েলার্সের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।