
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এবং লিটন হায়দার প্রযোজিত জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে প্রদর্শন করা হবে। আজ রোববার (৬ আগস্ট) নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা।
তিনি জানান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সৌজন্যে আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ও বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শফিউর রহমান মিলনায়তনে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হবে।
আইনজীবীদের ‘চিরঞ্জীব মুজিব’ দেখার জন্য অনুরোধ জানিয়ে কে কোনদিন দেখবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদককের কক্ষে রক্ষিত খাতায় দিন অনুসারে নাম, মোবাইল নাম্বার এন্ট্রি করার আহবান জানান আইনজীবী জেসমিন সুলতানা।