মূল্যস্ফীতি কমেছে

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

Newspostbd 

সেলিনা আক্তার:

জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৭৪। সে হিসেবে জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে এ তথ্য জানা গেছে।

আজ রোববার বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। জুলাই মাসে ৯ দশমিক ৬৯ শতাংশ মূল্যস্ফীতি থাকার কারণে উঁচু মূল্যস্ফীতি নিয়েই অর্থবছর শুরু হলো।(Newspostbd) গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ, যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।

বিবিএসের তথ্যে দেখা গেছে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।(Newspostbd  ) জুনে এ হার ছিল ৯ দশমিক ৭৩। অর্থাৎ, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৭ শতাংশ। জুন মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।

গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৫ শতাংশ। শহরে এই হার ৯ দশমিক ৪৩


newsInBangla    LatestNewsBd    Newspostbd  News bd

ক্যাম্পাস       অর্থনীতি      শিক্ষা      মতামত       দূর্ঘটন     রাজধানী