সিরাজগঞ্জে নতুন ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

newspostbd 

সাকলাইন শিহাব, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে আরও ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। জেলায় এখন পযন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩২৮ জন।বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬৯ জন।হাসপাতালে মারা গেছেন একজন। জেলা শাহজাদপুর উপজেলায় সবার্ধিক ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সিরাজগঞ্জে নতুন ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

newspostbd

বিবৃতিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ৩ জন , শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন আ.ফ.ম. ওবায়দুল ইসলাম জানান, জেলায় প্রতিদিনই সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলোতে এ রোগীরা ভর্তি হচ্ছে। রোগী ও তার সঙ্গে থাকা স্বজনদের এ রোগ বিষয়ে সচেতন করা হচ্ছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। সেখানে তাদের নিয়মিত চিকিৎসক সেবা দেয়া হচ্ছে

newsInBangla    LatestNewsBd    newspostbd News bd

ক্যাম্পাস       অর্থনীতি      শিক্ষা      মতামত       দূর্ঘটন     রাজধানী