ছয় মাসের মধ্যে সায়দাবাদ টার্মিনাল যাবে কাঁচপুরে: ডিএসসিসি মেয়র

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ছয় মাসের মধ্যে সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ‘সচল ঢাকা’ বাস্তবায়নের কাজ আরেক ধাপ এগিয়ে যাবে।

আজ বুধবার কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, ‘ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশনের কমিটির সভার সিদ্ধান্তের আলোকে আমরা আজ কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ ১৯৮৪ সালের পর আর কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আমাদের সাড়ে ১২ একরের ঊর্ধ্বে জমি দেওয়া হয়েছে। ২৮ কোটি টাকায় টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৬ জেলার আন্তঃজেলা বাস সেবা এখান থেকেই পরিচালনা করা হবে।’

কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালসহ অন্যান্য টার্মিনালগুলোর নির্মাণ সম্পন্ন হলে সায়দাবাদ বাস টার্মিনালটি শুধু শহরের অভ্যন্তরে চলাচল করা নগর পরিবহনের বাসগুলোর টার্মিনাল হিসেবে ব্যবহৃত হবে বলে জানান ডিএসসিসি মেয়র।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, স্থানীয় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।