যে কারনে নওয়াজ শরিফের ‘প্রধানমন্ত্রী’ হতে পারবে না

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

newspostbd

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে সদ্যবিলুপ্ত পার্লামেন্টে পাশ হওয়া ‘রিভিও অব জাজমেন্ট অ্যান্ড অর্ডার’ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির সুপ্রিমকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

গত জুনে দেশটির পার্লামেন্টে আইনটি পাশ করানো হয়। এটির উদ্দেশ্য ছিল- যেসব রাজনীতিবিদকে সুপ্রিমকোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন তারা চাইলে আবারো তাদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মূলত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রাজনীতিতে ফেরাতে তার ছোট ভাই শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাশ করেছিল; কিন্তু সুপ্রিমকোর্ট শুক্রবার রায় দিয়েছেন এটি ‘অসাংবিধানিক।’ এর মাধ্যমে নওয়াজ শরিফের ‘প্রধানমন্ত্রী’ হওয়ার স্বপ্ন ভেঙে দিলেন সুপ্রিমকোর্ট।

পাকিস্তানের সুপ্রিমকোর্ট ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। (newspostbd)এর আগের বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি

এছাড়া ওই সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।

যে কারনে নওয়াজ শরিফের ‘প্রধানমন্ত্রী’ হতে পারবে না

newspostbd

নতুন আইনটি পাশ করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইসহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে ছয়টি শুনানি শেষে গত ১৭ জুন আদালত জানান এ ব্যাপারে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন। শুক্রবার সেই বহুল আকাঙ্ক্ষিত রায় দেওয়া হয়েছে।


newsInBangla    LatestNewsBd    News bd  newspostbd

ক্যাম্পাস       অর্থনীতি      শিক্ষা      মতামত       দূর্ঘটন     রাজধানী