পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে বঙ্গবন্ধুসহ শতাধিক গুণীর ভাস্কর্য তৈরি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
পরিত্যক্ত পলিথিন দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শতাধিক গুণীর ভাস্কর্য তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের আগৈলঝাড়ার রাহুৎপাড়া গ্রামের এমিলিয়া রায়। তার ভাস্কর্যের মধ্যে আরও আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৫ আগস্টের শহীদ শেখ রাসেল, মানবসেবার পথিকৃৎ মাদার তেরেসা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামসহ শতাধিক গুণীজন। নিজ হাতে পরম যত্নে তৈরি এসব ভাস্কর্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান তিনি। তবে ঘাতকের বুলেটে নির্মম হত্যার শিকার হওয়ার আগে শেখ রাসেলের বাঁচার আকুতিভরা নিপুণ ভাস্কর্যটি নিজের কাছেই রাখতে চান তিনি। শুধু পলিথিন দিয়ে ভাস্কর্য তৈরিই নয়, এমিলিয়া তুলা দিয়ে আঁকা ছবির মাধ্যমে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের বিভীষিকা। এ ছাড়া মানুষের পরিত্যক্ত চুল সংগ্রহ করে তৈরি করেছেন বঙ্গবন্ধুর মুখমণ্ডলসংবলিত অপরূপ বাংলাদেশের মানচিত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকা, কবিতা লেখা, গান গাওয়া ও নিজের লেখা গানে কণ্ঠ দেওয়ার প্রতি প্রচেষ্টা থেমে গেলেও থেমে যায়নি তার উদ্ভাবনী ইচ্ছাশক্তি। বিয়ের পর স্বামীর সংসারে নতুন করে এমিলিয়া শুরু করেন ছাত্রজীবনে তার সেই উদ্ভাবনীর বহিঃপ্রকাশ। দাম্পত্য জীবনে দুই ছেলে ও তিন মেয়ের জননী এমিলিয়া রায়। স্বামী মারা যাওয়ার পর স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত সন্তানদের দেখভাল করে সময় পার করছেন সত্তর ছুঁই ছুঁই এমিলিয়া। শিল্পী এমিলিয়া রায় জানান, জীবনসায়ান্নে তার শেষ ইচ্ছে নিজের হাতে তৈরি ভাস্কর্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া।