রোগী বহনের আড়ালে অ্যাম্বুলেন্সযোগে মাদকের কারবার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
মুমুর্ষ রোগী হাসপাতালে পৌঁছে দিতে কাজ করে মানবিক সেবায় নিয়োজিত বাহন অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সেই কথিত রোগী বহন নামে এক স্থান থেকে আরেক স্থানে অবাধে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এমনই একটি অ্যাম্বুলেন্সযোগে মাদক পাচারের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (তেজগাঁও বিভাগ) পুলিশ। ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে উদ্ধারমূলে জব্দ করা হয়েছে ২৪ কেজি গাঁজার চালান। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে পেশাদার দুই মাদক কারবারিকে। এরা হলেন- মো. হুমায়ুন কবির ও মো. সোহাগ। আজ রোববার (২৭ আগস্ট) দুপুরে নিউজ পোস্টকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (তেজগাঁও বিভাগ) তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. এনামুল হক মিঠু।


তিনি জানান, গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদে তারা জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ী অ্যাম্বুলেন্সযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় মাদক নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। তখন সন্দেহভাজন অ্যাম্বুলেন্স থামিয়ে পেশাদার দুই মাদক কারবারি সোহাগ ও হুমায়ুন কবিরকে আটক করা হয়। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো ছ-৭১-৩৮৬০) জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় আজ রোববার দুপুরের দিকে গ্রেফতার দুজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।