আমিনুল ইসলাম বাবু:
রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার এলাকায় বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে বাল্ব লাগানো সময়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর লাইনম্যানের সহকারীর মৃত্যু হয়েছে। তার নাম- শেখ শাহীন (৪৫)। মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৯টায় নিউজ পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ওই ব্যক্তিকে রাত সাড়ে ৮ টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার সহকর্মীরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তার দেহ পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৮ টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মৃতের সহকর্মী কুব্বত আলী মোল্লা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৭ নম্বর ওয়ার্ডের বকশিবাজার উম্মেষ দত্ত লেন এ ল্যাম্মপোষ্টে মই দিয়ে লাইট লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন শাহীন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসি। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। বর্তমানে লালবাগ থানার নবাবগঞ্জ পার্কের ঢালে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।