মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁসের মামলায় চিকিৎসক অনিমেষসহ চারজন কারাগারে

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় চিকিৎসক অনিমেষ কুমার কুন্ডুসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- জাকারিয়া আশরাফ, মৈত্রী সাহা ও সাবরিনা নুসরাত রেজা। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁসের ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে তাদের নাম আসায় গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।