বেসরকারি চার এয়ারলাইন্সের কাছে বেবিচকের পাওনা ১২২২ কোটি টাকা

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

সেলিনা আক্তার:

দেশের চার বেসরকারি এয়ারলাইনসের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ১ হাজার ২২২ কোটি টাকা। রোববার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় বেবিচক। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠক সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বেবিচকের প্রতিবেদনে বলা হয়, রিজেন্ট এয়ারওয়েজ, নভোএয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ ও জিএমজি এয়ারলাইন্সের কাছে মোট ১ হাজার ২২২ ৯৮ লাখ ২৫ হাজার টাকা পাওনা আছে বেবিচকের।

তবে এরমধ্যে নভোএয়ার ছাড়া বাকি তিনটি এয়ারলাইন্সই বর্তমানে বন্ধ রয়েছে। তবে মে মাস পর্যন্ত হিসাবে ইউএস বাংলা ও এয়ার অ্যাস্ট্রার কাছে কোনো পাওনা নেই।

বেবিচকের দেওয়া তথ্যানুযায়ী, রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা ৪০৮ কোটি টাকার বেশি, জিএমজির কাছে পাওনা ৩৯৪ কোটি টাকার বেশি, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে ৩৮৮ কোটি টাকার বেশি পাবে বেবিচক। আর নভোএয়ারের কাছে বেবিচকের পাওনা ২৯ কোটি টাকার বেশি। বর্তমানে দেশের বেসরকারি এয়ারলাইনসগুলোর মধ্যে নভোএয়ার, ইউএস–বাংলা ও এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট পরিচালনা করে।

বৈঠকে সংসদীয় কমিটি বেসরকারি এয়ারলাইনসগুলোর কাছে পাওনা টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।