মার্কিন ভিসা নীতি নিয়ে আমি বিচলিত নই: প্রধান বিচারপতি

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ভিসা নীতি নিয়ে আমি বিচলিত নই। এটা নিয়ে আমি মাথা ঘামাই না। তিনি বলেন, এখন যারা ভয় দেখাচ্ছেন তারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিলো। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমি কখনো আমেরিকা যায়নি এবং যাবও না।
সোমবার অবসরের যাওয়ার পূর্ব মুহূর্তে বিদায়ী প্রধান বিচারপতি এ কথা বলেন।
এ সময় নব নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম প্রধান বিচারপতিকে বিদায় জানান।

এর আগে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির খাস কামরায় যান। এরপরই তাদেরকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসেন। বিদায় জানান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।