টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে রংপুর সিটি কর্পোরেশন ঘেরাও

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

রংপুর প্রতিনিধি:

রংপুর মহানগর এলাকায় টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার (৮ অক্টোবর) দুপুরে সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালন করেন ব্যাটারীচালিত ইজিবাইক অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
নগরীর শাপলা চত্ত্বরে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দুপুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি রসিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় প্রায় একঘণ্টা প্রধান সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। লেগে যায় দীর্ঘ যানজট। বন্ধ করে দেওয়া হয় রংপুর সিটি করপোরেশনের মূল ফটক।
পরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নগর ভবনের মূল ফটকে উপস্থিত হন। এবং টাউন সার্ভিস চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাস্তবায়নের বিষয় আন্দোলনরত মালিক শ্রমিকদের আশ্বাস প্রদান করেন।