ওয়ালটন এমডির বিদায়, ভারপ্রাপ্ত দায়িত্বে যিনি

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

সেলিনা আক্তার:

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রি লিমিটেড ছাড়ছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুরশেদ। কোম্পানির একজন উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা সমকালকে জানান, কোম্পানির পরিচালক এস এম মাহবুবুল আলম ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন। দুই-তিন দিনের মধ্যে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত হবে।

নতুন একটি উদ্যোগ শুরু করার জন্যে তিনি ওয়ালটন ছাড়ছেন বলে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন গোলাম মুরশেদ। ক্ষুদেবার্তায় তিনি বলেন, ‘আমি ওয়ালটনের এমডি এবং সিইও হিসেবে আমার চুক্তির মেয়াদ বর্ধিত না করার সিদ্ধান্ত নিয়েছি। এ এক মিশ্র অনুভূতি।’

২০২০ সালের অক্টোবর থেকে তিনি টেক জায়ান্ট কোম্পানিটির এমডি এবং সিইও হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের এয়ার কন্ডিশনার বিভাগের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখায় ২০১০ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন গোলাম মুরশেদ। তাঁর নেতৃত্বে কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পায়।