রাজধানীর মোহাম্মদপুরে ছুরি-চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা- তেজগাঁও বিভাগ। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি-চাপাতি উদ্ধার করা হয়েছে। এরা হলো- মো. ভিখি ও মো. জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন।
তিনি বলেন, গতকাল সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল জানতে পারে- মোহাম্মাদপুর থানার আসাদ গেইট সংলগ্ন এলাকায় কিছু সংখ্যক সংঘবদ্ধ ছিনতাইকারী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইপূর্বক বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভিখি ও জাহাঙ্গীর আলম নামে পেশাদার দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে টিনের তৈরি ১টি ধারালো চাপাতি, লোহার তৈরি ১টি ধারালো ছুরি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। ওই মামলায় আজ দুপুরের দিকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবির এডিসি মো. আনিচ উদ্দীন।